ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিমের শপথ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ইসলামি প্রজাতন্ত্র ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রাইসির শপথ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি সেখানে বাংলাদেশ সরকারের বার্তা পৌঁছে দেবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল বুধবার (৪ আগস্ট) ভোরে তেহরানের উদ্দেশ্য ঢাকা ছেড়েছেন।
আগামী ৫ আগস্ট ইরানি প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রাইসি শপথ নেবেন। ইরানের জাতীয় সংসদ ভবনে আয়োজিত এই শপথ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা।
ইরানের নতুন প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যেই বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন।
ইরানের প্রেসিডেন্টকে পাঠানো অভিনন্দন বার্তায় আগামীতে বাংলাদেশ ও ইরানের মধ্যে সম্পর্ক আরো এগিয়ে নেওয়ার প্রত্যাশাও করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।