শিরোনাম

South east bank ad

তুরস্কে দাবানলে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী

 প্রকাশ: ০৪ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

তুরস্কে ভয়াবহ দাবানলে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বুধবার ( ৪ আগস্ট ) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রী মেভলুত চাভাসগলুকে পাঠানো এক বার্তায় ড. মোমেন সেখানের ক্ষতিগ্রস্ত শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

শোক বার্তায় তিনি বলেন, তুরস্কের এই কঠিন পরিস্থিতিতে দেশটির জনগণের পাশে রয়েছি আমরা। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তরা যেন দ্রুত সেরে উঠতে পারেন, সেটাই আমাদের প্রার্থনা।

উল্লেখ্য, তুরস্কের আনাতোলিয়ার গত কয়েক দিন ধরে ভয়াবহ দাবানল চলছে। প্রায় ৬০ টি স্থানে এই দাবানল ছড়িয়ে পড়েছে। দেশটিতে দাবানলে ৮ জন মারা গেছেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: