শিরোনাম

South east bank ad

দুর্গাপুরে রোপণকৃত জমি পুণরায় চাষ করে দখলে রাখার চেস্টা

 প্রকাশ: ০৪ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এস.এম রফিক, (দুর্গাপুর) :

নেত্রকোণার দুর্গাপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন রোপনকৃত আমন ১৭ কাঠা জমির ফসলি বীজতলা পুণরায় ট্রাক্টর দিয়ে ভেঙে দখলে নেয়ার অভিযোগ উঠেছে। বুধবার (৪ আগষ্ট)ভোর ৫টার দিকে গাঁওকান্দিয়া ইউনিয়নের কালিকাবর গ্রামে এ জমি দখলের ঘটনাটি ঘটেছে। ঐ এলাকার মৃত গুলে হোসেন এর পুত্র আইনাল হক(২৬),জয়নাল(৪০) এর নেতৃত্বে ৭০/৮০ জন ব্যক্তি দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে কালিকাবর গ্রামের আব্দুল হেলিমের স্বত্ব দখলীয় আমন বীজতলা রোপনকৃত জমি জোরপূর্বক দখল করে নিয়ে যান।

জমি দখলের পায়তারার বিষয়ে গত ১ জুলাই দুর্গাপুর থানায় অভিযোগ দাখিল করা হয়। জমি দখলের খবর পেয়ে সকাল ৭টার দিকে ভুক্তভোগী আব্দুল হেলিম অভিযোগের তদন্ত কর্মকর্তা মো. রুকন উদ্দিনকে বিষয়টি জানালে এখনো সরেজমিন পরিদর্শনে যাননি বলে অভিযোগ ভুক্তভোগী আব্দুল হেলিমের।

সরেজমিন ঘুরে জানা গেছে, ঐ ইউনিয়নের কালিকাবর গ্রামের আঃ খালেক,আইনাল হক ও জয়নাল মিয়ার নেতৃত্বের গত ২৬ জুলাই সকাল সাড়ে আটটার দিকে আব্দুল হেলিমের পঞ্চাশ বছর ধরে ভোগদখল করে আসা স্বত্ব দখলীয় কালিকাবর মৌজার আরএস-২০,এসএ-২৫,বিআরএস-২৬নং খতিয়ানের সাবেক ২৬৬,বিআর এস-৪২১ দাগের ৮৫ শতাংশ ভুমি দখলের চেষ্টা চালায়। তখন উভয় পক্ষের মধ্যে মারধরের ঘটনাও ঘটে। ঘটনার পরদিন মঙ্গলবার ২৭ জুলাই অভিযুক্ত আঃ খালেক সহ ৬জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করে ভুক্তভোগী মো. আব্দুল হেলিম। ওই মারধরে আহত হন আঃ হেলিমের পুত্র আরমান(২৬), নুর মোহাম্মদ পরান(৩৫)।

জোরপূর্বক জমি দখল করে পুণরায় আমন রোপণ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন (মোতালেব)জানান, জমি দখলে বিষয়টি আমি শুনেছি। উভয় পক্ষের মধ্যে ঐ জমি-জমা সংক্রান্ত বিষয় নিয়ে মারধর,মামলা-হামলার ঘটনা প্রায় সময় ঘটে থাকে। তবে রোপণকৃত জমির ট্রাক্টর দিয়ে পুণরায় চাষ করে বীজ লাগানো এটা কতটুকু যোক্তিযুক্ত সেটি আমার বোধগম্য নয়।

এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শাহ নুর-এ আলম জানান, জমি দখলের ঘটনাটি জেনেছি। ঘটনাস্থলে পুলিশ পাটানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তদন্ত সাপেক্ষে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: