শিরোনাম

South east bank ad

নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহী নিহত

 প্রকাশ: ০৪ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

শেখ জাহান রনি, (মাধবপুর) :

হবিগঞ্জের মাধবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে জীবন মিয়া (১৯) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুই জন আহত হয়েছে। মঙ্গলবার ৩ আগষ্ট রাত আনুমানিক ৯ টায় ঢাকা-সিলেট মহাসড়ককের মাধবপুর উপজেলার রনতপুরের ডাক্তার বাড়ি গেইট নামক স্থানে এ দুর্ঘটনায় ঘটে। ঘটনায় নিহত নাসিরনগর উপজেলার ছাতলপাড় ইউনিয়নের আবুল খায়েরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে কাঁদে পরে যায়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী নিহত হয় এবং পিছনে থাকা দুই জন ঈসরাইল মিয়া (২৩), জাকির মিয়া (২২) আহতাবস্থায় উপজেলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া পর উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পরে শায়েস্তাগঞ্জ হাইওয়ে ওসি মইনুল এ ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পৌঁছে লাশ উদ্ধার করে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: