শিরোনাম

South east bank ad

বাংলাদেশ জনসংযোগ সমিতির ৪২ বছরে যে ক'জন বিশিষ্ট ব্যক্তিত্ব পেয়েছেন জনসংযোগ সম্মাননা

 প্রকাশ: ২৯ জুলাই ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বাংলাদেশ জনসংযোগ সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল ইসলাম সমিতির রজত জয়ন্তীতে প্রকাশিত ( মার্চ ২০০৫ ) বিশেষ স্মরণিকায় "বাংলাদেশ জনসংযোগ সমিতির ইতিহাস " শীর্ষক নিবন্ধে লিখেছেন - দেশে জনসংযোগ পেশার পথিকৃৎ প্রক্ষ্যাত সাংবাদিক ও ব্যক্তিত্ব সৈয়দ নুরুদ্দিন, জহুর হোসেন চৌধুরী, খায়রুল কবির ও আবদুল ওয়াহাবকে সমিতির "সম্মানিত সদস্যপদ " প্রদান করতে পেরে সমিতি গর্বিত।

২০০৬ সালের মার্চ মাসে অনুষ্ঠিত সমিতির ১০ম জাতীয় সম্মেলন উপলক্ষে দেশে জনসংযোগ পেশার বিকাশ ও উন্নয়নে বিশেষ অবদান রাখার স্বীকৃতি স্বরুপ ১৪ জন বরেণ্য জনসংযোগ ব্যক্তিত্বকে জনসংযোগ সম্মাননা প্রদান করা হয়।

২০০৮ সালের এপ্রিল মাসে অনুষ্ঠিত সমিতির ১১তম জাতীয় সম্মেলন উপলক্ষ্যে পেশার উন্নয়নে বিশেষ অবদান রাখার জন্য সদ্য প্রয়াত গণসঙ্গীত শিল্পী ফকির আলমগীরসহ ৪ জন বিশিষ্ট জনসংযোগ ব্যক্তিত্বকে " জনসংযোগ সম্মাননা স্মারক ২০০৮ " প্রদান করা হয়।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: