ধামইরহাটে নাপা ট্যাবলেটের সংকট
আব্দুল্লাহ হেল বাকী, (নওগাঁ) :
ধামইরহাটে নাপা ট্যাবলেটের সংকট চলছে। সোমবার ধামইরহাট উপজেলা সদর, মঙ্গলবাড়ি বাজার, ফতেপুর বাজার, আমইতাড়া, ফার্সিপাড়া বাজারের ফার্মেসীগুলোতে খোঁজ নিয়ে দেখা গেছে, গত এক সপ্তাহ আগে থেকে বহুল ব্যবহৃত প্যারাসিটামল ট্যাবলেট ‘নাপা’ নেই। স্থানীয় ওষুধ ব্যবসায়ীরা বলছেন, কোম্পানি থেকে সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় বাজারে ‘নাপা’ ট্যাবলেটের সংকট দেখা দিয়েছে।
স্থানীয় মদিনা ফার্মেসী’র স্বত্বাধীকারি মো. জোবায়দুর রহমান মিঠু বলেন, গত বেশ কিছুদিন ধরে কোম্পানী থেকে নাপা বড়ি দিচ্ছেনা। কেন দিচ্ছেনা তা জানিনা।
বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ধামইরহাট, বদলগাছী উপজেলা বিক্রয় প্রতিনিধি নুর আলম সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে করোনাকালে নাপার চাহিদা অনেক বেড়ে যাওয়ায় কাঁচামাল সঙ্কটে ‘নাপা’ ট্যাবলেটের উৎপাদন কমে গেছে। তবে কমবেশি সবদোকানে নাপা ট্যাবলেট দেওয়া হচ্ছে। আশাকরি কিছু দিনের মধ্যে বাজারে এ সংকট আর থাকবেনা।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্বপন কুমার বিশ্বাস বলেন, আমি যতটুকু জানি নাপা ট্যাবলেটটি বিদেশেও রপ্তানী করা হয়। সে কারণেও সংকট দেখা দিতে পারে। তবে বাজারে প্যারাসিটামল জাতীয় ট্যাবলেটের কোন সংকট নেই।