শিরোনাম

South east bank ad

ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এসোসিয়েশন’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

 প্রকাশ: ২২ জুলাই ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মো: আব্দুস ছাত্তার (ফুলবাড়িয়া) :

ময়মনসিংহের ফুলবাড়িয়া ছনকান্দা রোডস্থ পালকি কমিউনিটি সেন্টারে বৃহস্পতিবার (২২জুলাই) প্রথমবারের মতো ‘ফুলবাড়িয়া ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এসোসিয়েশন’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের আহ্বায়ক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার শামসুর রহমান শামীম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আনোয়ার উদ্দিন জিন্নাহ (কবির), মো: আব্দুর রাজ্জাক, বদিউজ্জামান সোহেল, শাহিনুর রহমান রনি, মাহফুজুল্লাহ রানা, ফারুক আহমেদ, তৌহিদুজ্জামান, শাহনুল ইসলাম, নুরুল ইসলাম দুদু, ইমরুল কায়েস তরফদার, মো: মাহবুব হাসান, মো. শাকিল আহমেদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সাইদুল খান মৃদুল। ‘ফুলবাড়িয়া ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এসোসিয়েশন’ গঠন করায় উদ্যোক্তাদের অভিনন্দন জানান সকল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারবৃন্দ। এটি আরও বেশি অর্থবহ করতে যোগাযোগ বাাড়নোর তাগিদ অনুভব করেন। তারা বলেন, দীর্ঘদিন পরে হলেও আমরা একটি প্লাটফর্মে দাঁড়াতে পেরেছি। যে সকল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারবৃন্দ চাকুরি করেন তারা সংগঠনে স্ব উদ্যোগে একটি ফান্ড তৈরি করবেন, যা অধ্যয়নরতদের জন্য নি:স্বার্থভাবে করা হবে। এ ছাড়াও প্রতিষ্ঠিত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারবৃন্দ সহযোগিতা করে যারা বেকার আছে তাদেরকে চাকুরি দেওয়ার প্রস্তাবনা দেন।
অনুষ্ঠান শেষে কোভিড- ১৯ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এসোসিয়েশনের উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: