ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ায় প্রাইভেট কার খাদে পড়ে দুই নারী সহ নিহত তিন
কায়সার সামির (মুন্সিগঞ্জ):
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ায় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে পড়ে দুই নারী ও একজন পুরুষ নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার(২২ জুলাই) সকাল ৬ টার দিকে গজারিয়ার ভবেরচরের আনারপুরা এলাকায় মহাসড়কে এ দূর্ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, কুমিল্লা থেকে ঢাকায় যাচ্ছিলো প্রাইভেটকারটি। পথিমমধ্যে গজারিয়ার আনারপুরায় নিয়ন্ত্রণ হারিয়ে পাশ্ববর্তি খাদে পরে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রইছ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, রেকারের মাধ্যমে প্রাইভেট কারটি উদ্ধার করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত তাদের পরিচয় ও ঘটনার বিস্তারিত জানা যায়নি।