সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরায় ঈদুল আযহা উদ্যাপিত
আসাদুজ্জামান সরদার (সাতক্ষীরা):
সাতক্ষীরায় ৭টি স্থানে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়েছে। সৌদি আরবের সাথে মিল রেখে প্রতিবছর কয়েক জায়গায় ঈদ উদযাপিত হয় সাতক্ষীরায়।
সদর উপজেলার ভাড়ুখালী বাজারে সকাল ৮টায় জামায়াত অনুষ্ঠিত হয়। ইমামতি করেন মো: মাহবুবুর রহমান।
তিনি জানান,সৌদি আরবে আজ ঈদ উদযাপিত হচ্ছে। বিশ্বের সকল মুসলমাদের সৌদি আরবের সাথে মিল রেখে ঈদের নামাজ আদায় করা উচিত। আমরাও সেটা করছি।
এছাড়া সদর উপজেলার বাউখোলা,তালার ইসলামকাটি ও শ্যামনগরের কাশিমারীসহ ৭ জায়গায় ঈদুল আযহার জামায়াত অনুষ্ঠিত হয়েছে। নামাজের পরে সামর্থ্য অনুযায়ী কোরবানি দেন তারা। তবে তাদের অনেকের মধ্যে স্বাস্থ্যবিধি লক্ষ্য করা যায়নি এবং ঈদের নামাজ শেষে কোলাকুলি করতে দেখা গেছে।