শিরোনাম

South east bank ad

ভালুকায় হতদরিদ্রদের কোরবানির মাংস দেবে আল-খায়ের ফাউন্ডেশন

 প্রকাশ: ২০ জুলাই ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

জাহিদুল ইসলাম খান (ভালুকা):

ভালুকার পাঁচটি ইউনিয়নের বিভিন্ন স্থানে পবিত্র ঈদুল আজহার দিন ২২টি গরু কোরবানি করে তার মাংস হতদরিদ্রদের মাঝে বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। আল-খায়ের ফাউন্ডেশন ঈদুল আজহার দিনে উপজেলার মল্লিকবাড়ী, ভালুকা, ডাকাতিয়া, মেদুয়ারী ও উথুরা ইউনিয়নের বিভিন্ন এলাকায় ২২টি গরু কোরবানি করে তার মাংস ওইসব এলাকার হতদরিদ্র মানুষের মাঝে বিতরণ করবে। গত বছরও কোরবানি করে হতদরিদ্র মানুষের মাঝে মাংস বিতরণ করেছিল। ভালুকা উপজেলায় আল-খায়ের ফাউন্ডেশন এর আগে মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন মানুষের জমিসহ বসতবাড়ি উপহার, উপজেলার ভালুকা ইউনিয়নের নিশাইগঞ্জ ও মল্লিকবাড়ী ইউনিয়নের ভায়াবহ আশ্রয়ণ প্রকল্প ও মল্লিকবাড়ী বাজার কমিউনিটি স্বাস্থ্য ক্লিনিক, মল্লিকবাড়ী চন্দ্রিভিটা জামে মসজিদ, মল্লিকবাড়ী পোদ্দার পুকুরপাড়, সাতেঙ্গা বাজার হাজী মার্কেট, মল্লিকবাড়ী বাজার জয়কালী মন্দির, ধামশুর জামে মসজিদ, ইন্তারঘাট বাজার, পাঁচগাঁও পশ্চিমপাড়া জামে মসজিদসহ সরকারি তিনটি প্রতিষ্ঠানে ট্যাঙ্কিসহ সাবমার্সিবল পাম্প স্থাপন করে দিয়েছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: