শাহজালাল বিমানবন্দরে ১৪ কেজি তরল সোনাসহ গ্রেফতার ৩
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১৪ কেজি তরল সোনাসহ ৩ জনকে গ্রেফতার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ। মঙ্গলবার (২০ জুলাই) এ তথ্য জানায় পুলিশ।
এসপিবিএন বলছে, উদ্ধার করা তরল স্বর্ণের পরিমাণ প্রায় ১৪ কেজি। টার্কিশ এয়ারলাইনসে আসা ওই যাত্রীরা কোন দেশের সেটা এখনও নিশ্চিত করা যায়নি। ধারণা করা হচ্ছে, ওই যাত্রী তিনজন ইস্তাম্বুল ট্রানজিটের যাত্রী ছিলেন।
আটক ব্যক্তিদের কাছ থেকে তথ্য নিয়ে নিশ্চিত হয়ে এ বিষয়ে ব্রিফিং করা হবে বলে জানিয়েছেন এপিবিএন কর্তৃপক্ষ।