ফুলবাড়িয়ায় ৪৭ পরিবারে ঈদ সামগ্রী দিল সেবা ফাউন্ডেশন
মো: আব্দুস ছাত্তার (ফুলবাড়িয়া) :
‘মানবতার সেবায় সর্বদা’ এই শ্লোগানকে সামনে নিয়ে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার পুটিজানা ইউনিয়নের একঝাঁক তরুন তাদের নিজস্ব অর্থায়নে পরিচালনা করে আসছে সেবা ফাউন্ডেশন।
প্রতিষ্ঠার শুরু থেকে ক্রমেই বাড়ছে তার পরিধি, বাড়ছে তাদের সদস্য সংখ্যাও। আসন্ন পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ইউনিয়নের প্রায় ৪৭ টি অসহায় পরিবারকে সোমবার (১৯জুলাই) ঈদ উপহার সামগ্রী প্রদান করা হয়। প্রতিজনের উপহারের তালিকায় ছিল পোলাও চাউল, পিয়াজ, সয়াবিন তেল, আলু, সেমাই, চিনি, গোসল ও কাপড় কাচার পৃথক সাবান। ইউনিয়নের ২টি স্থান পীরগঞ্জ বাজার ও লাংগল ভাংগা মোড় থেকে এই বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। কিছু অসহায় অসুস্থ পরিবারের উপহার সামগ্রী ফাউন্ডেশনের সদস্যরা বাড়িতে গিয়েও পৌঁছে দেয়।