মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের নিজস্ব অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ
খন্দকার রবিউল ইসলাম (রাজবাড়ী):
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে, রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নে অসহায় গরীব দুঃখী মানুষের মাঝে নিজস্ব অর্থ ব্যয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী আমিন উদ্দিন আহমেদ টুকু মিজি।
আজ ১৯ জুলাই সোমবার সকাল ১০টায় সুর্যনগর ২নং আওয়ামী লীগের কার্যালয় থেকে এ খাদ্য সামগ্রী বিতর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, মিজানপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ হবি মন্ডল, সাধারণ সম্পাদক হান্নান সেখ, মিজানপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি মহিলা নেত্রী পারুল বেগম, মিজানপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ রুবেল মন্ডল প্রমুখ।