শিরোনাম

South east bank ad

করোনা সংক্রমণ প্রতিরোধে মসজিদে মসজিদে কিশোরগঞ্জ জেলা পুলিশের প্রচারণা

 প্রকাশ: ১৭ জুলাই ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

কিশোরগঞ্জে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে এবং সর্বস্তরের মানুষকে স্বাস্থ্যবিধি প্রতিপালনে উদ্ধুদ্ধ করতে মসজিদভিত্তিক প্রচারণা চালাচ্ছে হোসেনপুর থানা পুলিশ। গতকাল শুক্রবার ১৬ জুলাই হোসেনপুর উপজেলার বিভিন্ন মসজিদে করোনা সচেতনতায় প্রচারণা চালায় হোসেনপুর থানা পুলিশ।
প্রচারণায় জুমআর নামাজের খুতবার সময় মুসল্লিদের উদ্দেশ্যে সচেতনতামূলক বক্তব্য দেন হোসেনপুর থানার ওসি শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, ওসি তদন্ত নূর হোসেন, এস আই মাহমুদুল হাসান, এস আই রফিকুল ইসলাম, এস আই সাইফুল ইসলাম। তারা মুসল্লিদের উদ্দেশ্যে রাখা বক্তব্যে করোনার ভয়াবহতার চিত্র তুলে ধরে সংক্রমণ রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। এজন্যে সবাইকে মাস্ক ব্যবহার নিশ্চিত করা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুরোধ জানান।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: