এম ফরদুল আহমেদকে বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে
বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক (জিএম) হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে এম ফরদুল আহমেদকে। সম্প্রতি তাকে উপ-মহাব্যবস্থাপক থেকে মহাব্যবস্থাপক পদে পদোন্নতি দেওয়া হয়। ১৯৯৩ সালে অফিসার হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগ দেন তিনি। চাকরিকালীন এরই মধ্যে মতিঝিল অফিস, প্রশাসন বিভাগ, এক্সপেন্ডিচার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এবং ব্যাংক পরিদর্শন বিভাগে সততা ও দক্ষতার সঙ্গে কাজ করেছেন তিনি।রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান বিষয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন ফরদুল আহমেদ ।