দুর্গাপুরে যমুনা গ্রুপে’র চেয়ারম্যানের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত
এস.এম রফিকুল ইসলাম রফিক (দুর্গাপুর):
নেত্রকোনার দুর্গাপুরে যমুনা গ্রুপে’র চেয়ারম্যান ও যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এর ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে আল কারীম দারুল উলুম মাদ্রাসা মিলনায়তনে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
যুগান্তর স্বজন সমাবেশ দুর্গাপুর উপজেলা শাখার উদ্যোগে দোয়া মাহফিলে কোরআন খতম শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার মুহতামিম হাফেজ মো. সাইদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, মাদরাসার শিক্ষক ও যুগান্তর স্বজন সমাবেশের সদস্য মো. আজিজুল হক, যুগান্তর প্রতিনিধি তোবারক হোসেন খোকন, মুফতি ঈসমাইল, মাওলানা মতিউর রহমান, মাওলানা মোরশেদ আলম, হাজী আব্দুল গফুর, মাওলানা আতাউল্লাহ প্রমুখ।