মাদারীপুরে আ ফ ম বাহাউদ্দিন নাসিম ফাউন্ডেশনের পক্ষ থেকে অক্সিজেন ও চিকিৎসা সামগ্রী বিতরণ
এসএম আরাফাত হাসান (মাদারীপুর) :
বাংলাদেশ আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আফম বাহাউদ্দীন নাসিম এর অর্থায়নে মাদারীপুরে বাহাউদ্দিন নাসিম ফাউন্ডেশনের পক্ষ থেকে ও জেলা আওয়ামীলীগের ব্যবস্থাপনায় সদর হাসপাতালের করোনা রোগীদের জরুরী চিকিৎসা সেবার জন্য ১৫টি অক্সিজেন সিলিন্ডার ও ২০টি অক্সিমিটার,মাক্সসহ বিভিন্ন চিকিৎসা সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় জেলার সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষ হতে আনুষ্ঠানিকভাবে সিভিল সার্জন ডা. সফিকুল ইসলামের হাতে এই সামগ্রী তুলে দেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামীলীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবির, জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক মাসুদুর রহমান বাবু শরীফ,আওয়ামীলীগ নেতা এডভোকেট শামীমসহ অন্যান্য নেতৃবৃন্দরা।এছাড়া জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।