গাজীপুরে রোটারী ক্লাবের বৃক্ষরোপণ, মৌসুমী ফল ও ব্লিচিং পাউডার বিতরণ
মেহেদী হাসান সোহেল (গাজিপুর):
করোনা কালীন এই সময়ে রোটারী ক্লাব অব গাজীপুর এগিয়ে এসেছে বৃক্ষরোপণ, মৌসুমী ফল বিতরণ, মাস্ক ও ব্লিচিং পাউডার বিতরনে। তারই অংশ হিসেবে সবুজ পরিচ্ছন্ন পরিবেশ গড়ার প্রত্যয়ে এবং মানুষকে ফল খাওয়ার অভ্যাসকরণের মাধ্যমে বলবান হওয়ার প্রত্যয় নিয়ে “রোটারী ক্লাব অব গাজীপুর” জেলার বিভিন্ন কমিউনিটিতে বৃক্ষরোপণ, মৌসুমী ফল বিতরণ, ব্লিচিং পাউডার ও মাক্স বিতরণ করেছে।
সোমবার (১২ জুলাই ) সকাল ১১টায় রোটারী ক্লাব অব গাজীপুরের বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম এলাকার মাষ্টারবাড়ি রোডে অর্ধশতাধিক বিভিন্ন জাতের আমের চারা রোপন করা হয়।
নগরীর জামিয়া রাশিদিয়া মোল্লাপাড়া মাদ্রাসা এবং লাঘালিয়া এতিমখানা মাদ্রাসার ছাত্রদের মধ্যে মৌসুমী ফল হিসেবে আম ও আনারস বিতরণ করা হয়।
সামনের ঈদুল আযহার দিন বিতরণের জন্য বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দকে রোটারী ক্লাব অব গাজীপুরের নেতৃবৃন্দ ব্লিচিং পাউডার ও মাস্ক বিতরণ করেন।
রোটারী ক্লাব অব গাজীপুরের নবনির্বাচিত প্রেসিডেন্ট বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক খালেদ মাহবুব মুর্শেদ (কাজল) বাংলাদেশ প্রতিবেদনকে জানান , সামনের ঈদুল আযহার নামাজের জামাতে উপস্থিত মুসল্লিদের মাঝে বিতরণের জন্য আমরা বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দকে এক হাজার পিছ মাস্ক বিতরণ করেছি এবং বিভিন্ন কমিউনিটিতে কুরবানীর পশু জবাইয়ের পর পরিত্যক্ত আবর্জনা অপসারণ এবং পরিচ্ছন্ন পরিবেশের জন্য তাদের মাঝে ব্লিচিং পাউডার বিতরণ করেছি।
রোটারী ক্লাব অব গাজীপুরের বৃক্ষরোপণ, মৌসুমী ফল বিতরণ, মাস্ক ও ব্লিচিং পাউডার বিতরণ কার্যক্রমের সময় স্বাস্থ্যবিধি মেনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের ইলেক্ট প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার সোহেল রানা , সেক্রেটারী খোরশেদ আলম রুবেল, রোটারিয়ান আজিজুর রহমান , অন্যান্য রোটারিয়ানবৃন্দ এবং সুবিধা গ্রহনকারী প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
রোটারী ক্লাবের সহযোগী সংগঠন রোটারেক্ট এবং ইন্টারেস্ট এর সদস্যবৃন্দ এসব কাজে সহযোগিতা করেন।