ঝালকাঠিতে ঈদ উপলক্ষ্যে ৪৬ হাজার ২৪৯টি পরিবারকে খাদ্য সহায়তা
মোঃ রাজু খান (ঝালকাঠি):
ঝালকাঠি জেলায় ঈদ উল আযহা উপলক্ষ্যে সরকার ৪৬ হাজার ২৪৯টি পরিবারকে শুভেচ্ছা হিসেবে ভিজিএফ কর্মসূচির আওতায় অস্বচ্ছল পরিবারকে ১০ কেজি করে চাল প্রদান করা হবে। জেলায় ৪৬২.৪৯ মে.টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
জেলা প্রশাসন ও উপজেলাসহ ২টি পৌরসভায় সুবিধাভোগীদের নামের তালিকা চেয়েছে। উপজেলা প্রশাসন ইউনিয়ন ভিত্তিক ও পৌরসভা এলাকার মধ্যে কাউন্সিলরদের মাধ্যমে তালিকা করে বিতরণ করা হবে।
ঝালকাঠি সদর উপজেলায় ১৩৩০৬টি পরিবার, নলছিটি ১০২৯৫টি পরিবার, রাজাপুর উপজেলায় ৯০৭৪টি পরিবার, এবং কাঠালিয়া উপজেলায় ৫৮৭২টি পরিবার এই সহায়তা পাবে। ঝালকাঠি পৌরসভায় ৪৬২১টি পরিবার ও নলছিটি পৌরসভায় ৩০৮১টি পরিবার এই খাদ্য সহায়তা পাবে।