শিরোনাম

South east bank ad

ইসলামপুরে ২০০টি পরিবারকে ঘর উপহার দিয়ে হাসি ফুটালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

 প্রকাশ: ০৭ জুলাই ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

শামীম আলম (জামালপুর):

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবর্ষ উপলক্ষে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি দেশের কোন মানুষ গৃহহীন থাকবে না, প্রধানমন্ত্রীর এ ঘোষণা বাস্তবায়নের পর দ্বিতীয় পর্যায়ে নতুন ঘর পেয়ে খুশিতে আত্মহারা জামালপুরের ইসলামপুর উপজেলার নদীভাঙ্গা ২০০টি পরিবার।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জামালপুরের ইসলামপুর সরকারি খাস জায়গায় ভূমিহীনদের জন্য নির্মাণ করা হচ্ছে মাথা গোঁজার ঠাঁই, নতুন একটি ঠিকানা। একসময় যাদের সব ছিল, নদীভাঙনের শিকার হয়ে তারা আজ নি:স্ব। নদীভাঙনের ফলে এসব মানুষের থাকার জন্য ছিলোনা মাথা গোঁজার ঠাঁই, রোদ বৃষ্টিতে ভিজে দিন কাটাচ্ছিলেন তারা। অভাবী গৃহহীন নদীভাঙ্গা মানুষ স্বপ্নেও ভাবেনি তারা কোনা আশ্রয় পাবে, পাঁকা ঘরে হবে তাদের বসতি। ইসলামপুর উপজেলার প্রায় ২০০টি পরিবারকে দেওয়া হবে এক একটি ঘর। প্রতিটি পরিবারের জন্য বরাদ্দ হবে দুইু শতাংশ জমির মালিকানা ও দুই রুম বিশিষ্ট একটি বসতঘর, যেখানে বারান্দাসহ থাকবে পয়:নিস্কাশন ব্যবস্থা। তাই এই প্রকল্পের ঘরে ঠাঁই পাওয়াদের খুশির যেন কোন কমতি নেই। নদীগর্ভে বিলীন শেষ সম্বল হারানো এসব পরিবারের কষ্টের দিনগুলো আর থাকবে না, তারা নতুন ঘরে নতুন আশা নিয়ে নতুন দিনের স্বপ্ন বুনবে উজ্জল ভবিষ্যতের প্রত্যাশায়।

ইসলামপুর নির্বাহী অফিসার, এস.এম. মাজহারুল ইসলাম জানান , মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী নদী ভাঙ্গা গৃহহীন ভূমিহীনদের জন্য ইসলামপুর উপজেলায় দ্বিতীয় পর্যায়ে ২০০টি( ক) শ্রেনীর ঘর নির্মান করে দিচ্ছেন। ইতিমধ্যে অনেক ঘরের কাজ শেষ পর্যায়ে, আমরা দিন রাত কাজ করছি যথাসময়ে ঘর নির্মান শেষ করার। ইসলামপুর উপজেলায় ২য় পর্যায়ে ২০০টি ঘর নির্মান করা হচ্ছে, প্রতিটি ঘর নির্মানে ব্যয় ধরা হয়েছে ১ লক্ষ ৯০ হাজার টাকা। মোট প্রকল্পের ব্যায় ৩ কোটি ৮০ লক্ষ টাকা ।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: