লকডাউন কার্যকরে মাঠে ছিলেন গোপালগঞ্জের পুলিশ সুপার
লকডাউনের ২য় দিনে কোভিড-১৯ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আজ গোপালগঞ্জ জেলায় লকডাউন কার্যকরে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে উপস্থিত হয়ে সরকারি প্রজ্ঞাপন মোতাবেক নির্দেশনা বাস্তবায়ন, বাধ্যতামূলক মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণ, আইন-শৃঙ্খলা রক্ষা ও ট্রাফিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ ইত্যাদি সহ নানাবিধ কার্যক্রম প্রত্যক্ষভাবে পরিচালনা করেন পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, পিপিএম। গোপালগঞ্জে স্বাস্থ্যবিধি না মানা, মাস্ক না পড়া, অপ্রয়োজনে ঘর থেকে বের হওয়া, দোকান খোলা রাখাসহ বিভিন্ন অপরাধে ৩৯ ব্যক্তিকে বিভিন্ন অংকে ২৪ হাজার এক’শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), অফিসার ইনচার্জ, গোপালগঞ্জ থানা, ট্রাফিক ইন্সপেক্টর, গোপালগঞ্জ সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।