শিরোনাম

South east bank ad

স্বপ্ন, ইউসিবি ও গ্রে আবারও কানস লায়ন্স পদক জিতল

 প্রকাশ: ২৯ জুন ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

কানস লায়ন্স ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব ক্রিয়েটিভিটির উৎসবে এবার দুটি ক্যাটাগরিতে পদক জিতেছে দেশের অন্যতম সুপারশপ স্বপ্ন, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এবং বিজ্ঞাপনী সংস্থা গ্রে ঢাকার সম্মিলিত উদ্যোগ স্বপ্ন-ইউসিবি এগ্রো ব্যাংকিং প্রজেক্ট।
এ উৎসবে বিজ্ঞাপন, ক্রিয়েটিভিটি, ব্র্যান্ড কমিউনিকেশনের ওপর পৃথিবীর সেরা কাজগুলোকে বিভিন্ন ক্যাটাগরিতে কান অ্যাওয়ার্ড দেওয়া হয়।
প্রান্তিক কৃষককে সরাসরি ভোক্তার সঙ্গে সংযোগ তৈরি করা এবং মূলধারার অর্থনীতিতে সংযুক্ত করার প্রয়াসে ২০১৯ সালে গ্রে ঢাকার উদ্যোগে কাজ শুরু করে স্বপ্ন ও ইউসিবি। তাদের সম্মিলিত প্রজেক্টটি উৎসবে জমা দেয় গ্রে অ্যাডভারটাইজিং, যার ফলাফল এবার হাতে এসেছে।
স্বপ্নের ইডি সাব্বির হাসান নাসির বলেন, এটা গ্রে ঢাকার তত্ত্বাবধানে, স্বপ্ন-ইউসিবির যৌথ উদ্যোগ। প্রান্তিক কৃষকদের যেসব পণ্য বিক্রির জন্য থেকে যায় অর্থাৎ যেসব অবিক্রীত পণ্য রয়ে যায়, সেগুলোর জন্য স্বপ্নের বিভিন্ন কালেকশন বা পারচেজ পয়েন্ট থাকবে। সেই পয়েন্টগুলোতে এসে পণ্য বিক্রি করতে পারবেন কৃষকরা। সেখানে ইউসিবি ব্যাংকের মাধ্যমে কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা চলে যায়। এটা স্বপ্ন ও ইউসিবি ব্যাংকের একটি যৌথ উদ্যোগ ছিল।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: