শিরোনাম

South east bank ad

বিজনেস প্রসেস আউটসোর্সিং নিয়ে বাক্কোর সেমিনার

 প্রকাশ: ২৪ জুন ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

গত সোমবার ‘ইমার্জিং টেকনোলজিস ফর বিপিও (বিজনেস প্রসেস আউটসোর্সিং)’ শীর্ষক অনলাইন সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিংয় (বাক্কো)-এর আয়োজনে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আব্দুর রহিম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাক্কোর সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন। এতে আরও সংযুক্ত ছিলেন সার্ভিস ইঞ্জিন বিপিও লিমিটেডের সিওও সৈয়দ আকরাম হোসেন, ডি-টেম্পেট লিমিটেডের সিইও মোহসেনা মুন্না, বাক্কো পরিচালক ও কাজী আইটি লিমিটেডের সিইও জারা মাহবুব।
ভাইসর এক্স লিমিটেডের সিইও ফয়সাল মোস্তফা একটি তথ্যচিত্র উপস্থাপন করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাক্কোর পরিচালক ও অগমেডিক্স বিডি লিমিটেডের কান্ট্রি ডিরেক্টর রাশেদ নোমান।
এছাড়া অন্যদের মধ্যে সেমিনারে বাক্কো কার্যনির্বাহী কমিটির সদস্যরাও যুক্ত ছিলেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: