বিআইডব্লিউটিএর বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস পালন
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) আয়োজনে গতকাল সোমবার ২১ জুন ২০২১ইং তারিখ বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস উদযাপন করা হয়। এবারে দিবসটির প্রতিপাদ্য বিষয় ছিল ‘হান্ড্রেড ইয়ার্স অব ইন্টারন্যাশনাল কো-অপারেশন ইন হাইড্রোগ্রাফি- বিগত ১০০ বছরে হাইড্রোগ্রাফি বিষয়ে অর্জিত জ্ঞান এবং ভবিষ্যৎ প্রযুক্তির অগ্রগতিতে অবদান’।
দিবসটি উপলক্ষে বিআইডব্লিউটিএ ভবন থেকে মতিঝিল থানা পর্যন্ত একটি শোভাযাত্রা বের করা হয়। বিআইডব্লিউটিএর সদর দপ্তরে চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক এ কর্মসূচির উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মো. নূরুল আলম, যুগ্ম সচিব ও সদস্য (অর্থ); মো. দেলোয়ার হোসেন, যুগ্ম সচিব ও সদস্য (পরিকল্পনা ও পরিচালন) এবং ড. একেএম মতিউর রহমান, যুগ্ম সচিব ও সদস্য (প্রকৌশল)সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।