শিরোনাম

South east bank ad

শরীয়তপুর জেলা প্রশাসন এর "গণশুনানি ও ভূমি সেবা মঞ্চ"

 প্রকাশ: ১৫ জুন ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

শরীয়তপুরে ‘মুজিববর্ষে সব ডিজিটাল, ভূমি সেবা হাতের নাগাল’ এ শ্লোগানকে সামনে রেখে ডিজিটাল ভূমিসেবাসম্ভার মানুষে দোরগোড়ায় নিয়ে হাজির হয় জেলা প্রশাসন। জেলাপ্রশাসক মো. পারভেজ হাসানের নির্দেশনা ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)আসমাউল হুসনা লিজার পরিচালনায় গত বছর ডিসেম্বর ২০২০ইং হতে জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন ভূমি অফিসে আয়োজিত হয়ে আসছে "গণশুনানি ও ভূমি সেবা মঞ্চ"।

এরই ধারাবাহিকতায় গত ১৩ জুন ২০২১ইং রোববার হাওলাদার কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বি,কে নগর, জাজিরায় ভূমি সেবা সহজিকরণ ও ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও অভিযোগ নিষ্পত্তির লক্ষ্যে আবারও আয়োজন করা হয় "গণশুনানি ও ভূমি সেবা মঞ্চ"।

এই ভূমি সেবার আয়োজনে ভূমি অধিগ্রহণ সম্পর্কিত বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় তথ্য সেবা গ্রহীতাদের সামনে উপস্থাপনা করা হয়। স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুমদখল আইন ২০১৭ -এর বিভিন্ন ধারা, উপধারা ও দফা মানুষের সামনে উপস্থাপনপূর্বক ভূমি অধিগ্রহণ সম্পর্কিত প্রক্রিয়াসমূহ সহজভাবে ব্যাখ্যা করা হয়। এছাড়া অনেক সেবাগ্রহীতাকে তাৎক্ষণিক সেবা দেওয়া হয় এবং সমস্যা সমাধানে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

এ গণশুনানিতে উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী, সড়ক ও জনপথ, শরীয়তপুর; স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও জনসেবা মঞ্চের মূল আকর্ষণ সাধারণ সেবা গ্রহীতারা।

এই উন্মুক্ত গণশুনানিতে মানুষের অভূতপূর্ব সাড়ায় অভিভূত ও আন্দোলিত করেছে জেলা প্রশাসককে।এ উদ্ভাবনী সংযোজনায় টিম শরীয়তপুর জনমানুষের আরও দোরগোড়ায় পৌঁছে সেবা দিতে বদ্ধপরিকর।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: