দীর্ঘ প্রতীক্ষার পর, শুরু হয়েছে রামচন্দ্রী বেইলি সেতুর কাজ
মো: ফেরদৌস রহমান (আড়াইহাজার):
সারাটা পথ আরামে এসে, থমকে যেতে হয় ছোট্ট বিজ্রের যানজটে। বহু সময় ধরে ক্লান্ত ভ্রমণে এভাবেই পথ চলতে হয় আড়াইহাজারবাসীর। তবে, ক্লান্তিকে বিদায় জানাতে খুব দ্রুত চলছে কাজ।ফলে, আড়াইহাজার থেকে ফেরিঘাট যেতে আর কোনো ভোগান্তির সম্মুখে পড়তে হবে না সাধারণ মানুষদের।
আড়াইহাজার উপজেলা থেকে ফেরিঘাট যেতে, মাঝখানে দুইটি ছোট্ট স্টিলের ব্রিজ দিয়ে প্রতিদিন যাতায়াত করতে হয় পথচারীদের। নিত্যদিন যানজটের শিকার হতে হয় এই কারণে। ফলে, হাতে অনেক সময় নিয়ে বের হতে হয় রাস্তায় চলাচলকারী লোকজনকে। কিন্তু, অবশেষে ব্রিজের কাজ চলছে। বেইলি শাখা নদীর উপর, সেতুর কিছু অংশ ভেসে উঠেছে। এতে করে মানুষের মনে স্বস্তির আবেশ জমছে।
উপজেলা প্রশাসন বলেন, মানুষের কথা ভেবে, খুব দ্রুত কাজ চলছে। এ রোডে পার্শ্ববর্তী উপজেলা বাঞ্ছারামপুরের বেশিরভাগ মানুষ চলাচল করে, ফেরি পারাপারের মাধ্যমে। তারা আশাবাদী, বর্ষা আসার আগেই বিজ্রের নিচের কাজ শেষ হয়ে যাবে।পরে বর্ষায় বিজ্রের সম্পূর্ণ কাজ পুরোপুরি শেষ হবে বলে তারা মনে করেন।
সাধারণ মানুষ জানায়, এই বিজ্রের কাজটি হয়ে গেলে, যাতায়াতের আর কোনো সমস্যা হবে না। ফলে, তারা নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারবে বলে মনে করেন।