ঝালকাঠিতে কিশোরীকে অপহরণের অভিযোগ
ঝালকাঠি প্রতিনিধিঃ
বিদ্যালয়ের অ্যাসাইনমেন্টের প্রশ্নপত্র নিতে আসার পথে ঝালকাঠিতে জান্নাতুল ফেরদৌস (১৪) নামে নবম শ্রেণির ছাত্রী এক কিশোরীকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সকালে শহরের ফকিরবাড়ি এলাকার বাসা থেকে বের হওয়ার পর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মেয়েটির বাবার অভিযোগ, মেহেদী নামে এক যুবক দলবল নিয়ে তাঁর মেয়েকে তুলে নিয়ে গেছে। জান্নাতুল ফেরদৌস ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় ওই কিশোরীর বাবা ফল বিক্রেতা মো. হুমায়ুন কবির ঝালকাঠি থানায় লিখিত একটি অভিযোগ দায়ের করেছেন। ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বলেন, মেয়েটির সন্ধানে পুলিশ সম্ভাব্য কয়েকটি স্থানে অভিযান চালিয়েছে। মেহেদীর বাসায় গিয়েও তল্লাশী করা হয়েছে। প্রযুক্তি ব্যবহার করে মেয়েটি ও অভিযুক্তকে সন্ধান করা হচ্ছে।
অভিযোগে জানা যায়, জান্নাতুল ফেরদৌস নবম শ্রেণির পঞ্চম অ্যাসাইনমেন্টের প্রশ্নপত্র আনার জন্য সকালে বাসা থেকে বের হয়। এর পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। কলাবাগান এলাকার মনির হোসেনের ছেলে মেহেদী হাসান মেয়েটিকে অপহরণ করেছে বলে সন্দেহ করছেন তাঁর বাবা। মেহেদীর বাসায় গিয়েও মেয়ের সন্ধান করেছেন হুমায়ুন কবির। মেহেদীর বাবা মনির হোসেন তাঁর ছেলে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গেছে বলে জানান তাকে। পরে বিভিন্ন স্থানে খুঁজেও মেয়ের সন্ধান না পেয়ে মঙ্গলবার রাতে মেয়েকে অপহরণের ঘটনায় হুমায়ুন কবির ঝালকাঠি থানায় লিখিত একটি অভিযোগ করেন। হুমায়ুন কবির বলেন, আমার মেয়েকে মেহেদী অপহরণ করেছে। একদিন অতিবাহিত হয়েছে, কিন্তু মেয়ের কোন সন্ধান পাচ্ছি না। এ ব্যাপারে আমি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।