শিরোনাম

South east bank ad

ঠাকুরগাঁওয়ে মূল্যবান পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার

 প্রকাশ: ২৯ মে ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

ফরিদুল ইসলাম রঞ্জু (ঠাকুরগাঁও):

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বনগাঁও গ্রামে প্রাচীন আমলের ৭৬০ গ্রাম ওজনের একটি মূল্যবান কালো পাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে।

ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ তারেক লিপুর দেয়া সংবাদের ভিত্তিতে আজ শনিবার (২৯ মে) শনিবার সকালে ওই গ্রামের আব্দুল মজিদের ছেলে দুঃখু মিয়ার বাড়ি থেকে একটি কালো পাথরের বিষ্ণুর প্রতিকৃতি অংকিত টেরাকোটা নকশাকৃত মূল্যবান মূর্তি উদ্ধার করেন ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির।

মূর্তিটির দৈর্ঘ্য ও প্রস্থ ৬ ইঞ্চি বাই ৬ ইঞ্চি এবং ওজন ৭৬০ গ্রাম।

এর আগে শ্রমিক দুঃখু মিয়া গতকাল ২৮ মে শুক্রবার উপজেলার বাচোর সুন্দরপুর চাপড়া দিঘীতে মাটি খনন কালে এই মূর্তিটি পেয়ে সবার অগোচরে বাড়িতে নিয়ে আসে। দুঃখু মূর্তিটি সরকারের কাছে জমা দিবে বলে স্থানিয় ছাত্রলীগ নেতা লিপুকে জানায়।পরদিন লিপু ইউএনওকে খবর দিলে তিনি সাথে সাথে ঐ বাড়িতে গিয়ে মূর্তিটি উদ্ধার করে নিয়ে আসেন।

ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির বলেন, উদ্ধারকৃত মূর্তিটি জেলা প্রশাসকের ট্রেজারি কোষাগারে প্রেরণ করা হবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: