আড়াইহাজারে ঘুর্ণিঝড় ইয়াসের প্রভাবে তলিয়ে গেছে ফেরিঘাট এলাকার অর্ধেক দোকানপাট
মো: ফেরদৌস রহমান (আড়াইহাজার):
গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন স্থানে আঘাত হানা ঘূর্ণিঝড় ইয়াসের কারণে, ডুবে যাচ্ছে অনেক রাস্তা-ঘাট, বাড়িঘর, দোকানপাট সহ বহু জমি। এরমধ্যে, নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার ফেরিঘাটে ইয়াসের প্রভাব লক্ষনীয়।
গত কিছু দিন ধরে মেঘনার পানি বৃদ্ধি পেতে থাকে। ফলে,পানি বৃদ্ধির কারণে ফেরিঘাট এলাকায় থাকা নদীর পারে, যেসব দোকানপাট গড়ে উঠেছে, সেগুলো ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বেশিরভাগ দোকানগুলো তলিয়ে গেছে। ফলে বিকল্প রাস্তায় চলাচল করছে ফেরিতে উঠা-যাওয়া যানবাহন ও মানুষজন।
দোকানদারদের সাথে কথা বলে জানা যায়, পূর্ণিমা তীথি ও হঠাৎ করে সৃষ্ট হওয়া ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে পানি বৃদ্ধি পায়। গত কিছু দিন ধরে, দোকানে ও রাস্তায় বৃদ্ধি পেয়ে যায় পানি।
ইয়াসের প্রভাবে দোকানপাটগুলো তলিয়ে গেলেও, আশেপাশের এলাকায় এর প্রভাব তেমন দেখা যায়নি।
সুরক্ষিত অবস্থায় রয়েছে, মেঘনা তীরবর্তী এলাকাগুলো।