শিরোনাম

South east bank ad

সেনাবাহিনীর ৮৬ স্বতন্ত্র সিগন্যাল ব্রিগেড ৭০০ গরীর পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করলো

 প্রকাশ: ০৫ মে ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   সেনাবাহিনী

করোনা ভাইরাস মোকাবেলায় গতকাল সোমবার ঢাকার মিরপুর ভাষানটেক এলাকা ও বেনারসী পল্লীর ৭০০ পরিবারের মাঝে সেনাবাহিনীর ৮৬ স্বতন্ত্র সিগন্যাল ব্রিগেড ত্রাণ বিতরণ করে। সেনা সদস্যরা ভাষানটেক ও মিরপুর বেনারশী পল্লী এলাকায় পৌঁছে এখানে বসবাসরত পরিবারের সদস্যদের ঘরে থাকতে অনুরোধ জানান। পরবর্তীতে ত্রাণ সামগ্রীসমূহ অসহায় ও দু ̄স্থদের পরিবারের মাঝে সেনা সদস্যরা ঘরে ঘরে পৌঁছে দেন । মিরপুরের ভাষানটেক এলাকায় পাঁচ থেকে সাত হাজার গরীব পরিবার বসবাস করে । এসব পরিবারের মাঝে ৮৬ স্বতন্ত্র সিগন্যাল ব্রিগেড পর্যায়ক্রমে ত্রাণ সামগ্রী বিতরণের পরিকল্পনা কয়েছে। ISPR - 05-05-2020 (1) ISPR - 05-05-2020 (2) ISPR - 05-05-2020 (3) ISPR - 05-05-2020 (4) ISPR - 05-05-2020 (5) ISPR - 05-05-2020 (7) ISPR - 05-05-2020 (8) ISPR - 05-05-2020 (9)
BBS cable ad

সেনাবাহিনী এর আরও খবর: