ময়মনসিংহে বজ্রপাতে কৃষকের মৃত্যু
রাসেল আহমেদ (ময়মনসিংহ):
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ধান কাটতে গিয়ে চান মিয়া নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
নিহত চান মিয়া উপজেলার বালিয়ান ইউনিয়নে সারুটিয়া গ্রামের পাগলাবাড়ি এলাকার মৃত কাশেম মিয়ার ছেলে।
রবিবার (২ মে) দুপুর ২ টার দিকে উপজেলার বালিয়ান ইউনিয়নে সারুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়িয়া থানার ওসি আজিজুর রহমান। তিনি বলেন, দুপুরে দিকে চাঁন মিয়া মাঠে ধান কাঁটছিল। এ সময় হঠাৎ বজ্রপাতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়।