মুন্সীগঞ্জে ১ শত ৫০ মণ জাটকা জব্দ

কায়সার সামির (মুন্সীগঞ্জ) :
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে অভিযান চালিয়ে ১ শত ৫০ মণ অর্থাৎ ৬ হাজার কেজি জাটকা জব্দ করেছে মুন্সীগঞ্জের মুক্তার নৌ-পুলিশ। মঙ্গলবার ভোর ৬ টার দিকে নারায়ণগঞ্জের ৫ নং ঘাট সংলগ্ন শীতলক্ষ্যা নদীতে এক ট্রলার ভর্তি এসব জাটকা জব্দ করা হয়।
মুক্তারপুর নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ কবির হোসেন খান জানান, মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদী হয়ে নারায়ণগঞ্জে জাটকা নেওয়া হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোরে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযানে নামি। মুন্সীগঞ্জের ধলেশ্বরী ও নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর মোহনায় জাটকার ট্রলারটি চিহ্নিত করে তাদের পিছু নেই। পরে শীতলক্ষ্যা নদীর নারায়ণগঞ্জ ৫ নং ঘাটে পৌছে জাটকা সহ ট্রলারটি জব্দ করতে সক্ষম হই। তবে পুলিশের অবস্থান বুঝতে পেরে অসাধু ব্যবসায়ীরা ট্রলার রেখে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।
পরে সকাল ৯ টার দিকে মৎস্য অফিসের কর্মকর্তাদের উপস্থিতিতে জব্দকৃত জাটকাগুলো জেলা সদর উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানা সহ স্থানীয়দের মাঝে বিতরণ করা হয়।