মাদারীপুরে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে ও বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তরনে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশপ্রাপ্তিতে আনন্দ উদযাপন

এসএম আরাফাত হাসান: মাদারীপুরে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান ও বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তরনে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশপ্রাপ্তিতে আনন্দ উদযাপন করা হয়। মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান এর সভাপতিত্বে সদর মডেল থানা কতৃক আয়োজিত উক্ত আনন্দ উদযাপন অনুষ্ঠানটি পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার এম.এ হান্নান। আজ ৭ মার্চ রবিবার বিকাল ৫ টায় মাদারীপুর পুলিশ লাইন্স ড্রিল সেডে অনুষ্ঠিত আনন্দ উদযাপন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাদারীপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ওবাইদুর রহমান কালু খান, মাদারীপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র মোঃ খালিদ হোসেন ইয়াদ, মাদারীপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বাবু কাজল কৃষ্ণ দে প্রমুখ। আরো উপস্হিত ছিলেন মাদারীপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ শাজাহান খান, মৈত্রী মিডিয়া সেন্টারের সভাপতি মাহবুবুর রহমান বাদল, প্রশাসনের অন্যান্য কর্মকর্তাও কর্মচারী বৃন্দ, সাংবাদিক বৃম্দ, মাদারীপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ, মাদারীপুর পৌরসভার নবনির্বাচিত কাউন্সিলর বৃন্দ।