বিনামূল্যে এখানেই ডট কম ব্রাউজ করতে পারবেন রবি গ্রাহকরা

রবি গ্রাহকরা তাদের মোবাইল হ্যান্ডসেট ও স্মার্টফোনের মাধ্যমে বিনা খরচে এখানেই ডট কমের ওয়েবসাইট ব্রাউজ করতে পারবেন। গত ১৭ ডিসেম্বর থেকে উদ্যোগটি কার্যকর করা হয়েছে। এ সেবাদান নিয়ে অনলাইন ক্লাসিফাইড ওয়েবসাইট এখানেই ডট কম এবং শীর্ষস্থানীয় মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান রবি আজিয়াটা লিমিটেড একটি চুক্তি স্বাক্ষর করেছে। এ চুক্তির মাধ্যমে, রবি গ্রাহকরা আকর্ষণীয় এ অফারটি পাচ্ছেন। তারা কোনো খরচ ছাড়াই এখানেই ডট কমের ওয়েবসাইট ব্রাউজ করতে পারবেন। এখানেই ডট কমের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শৈলেন্দ্র নাথান ও রবি আজিয়াটা লিমিটেডের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির বিজনেস অপারেশনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জ্যঁ মিচেল আর্নাড শানু্যুট।
এ নিয়ে এখানেই ডট কমের সিইও বলেন, অনলাইন ক্লাসিফাইড ওয়েবসাইট ব্যবহার করা এখন লাইফস্টাইলে পরিণত হয়েছে। ইন্টারনেটের মাধ্যমে সমাজ প্রগতির দিকে আগাচ্ছে। এ সময় অনলাইন ক্লাসিফাইড ওয়েবসাইটগুলো নিরাপদে বেচাকেনা নিশ্চিত করার মাধ্যমে প্রতিমুহূর্তে জীবনকে সহজ করে দিচ্ছে। রবির ইন্টারনেট গ্রাহকদের জন্য এ সেবা দেয়া শুধু সময়ের ব্যাপার ছিলো। আমরা রবির গ্রাহকদের জন্য বিনামূল্যে এ সেবা দিতে পেরে অত্যন্ত আনন্দিত। রবি আজিয়াটা লিমিটেডের বিজনেস অপারেশনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট বলেন, আমরা আমাদের ইন্টারনেট গ্রাহকদের জন্য অতিরিক্ত এ সেবা দিতে পেরে আনন্দিত বোধ করছি। এখানেই ডট কম শুধুমাত্র বাংলাদেশেরই সবচেয়ে জনপ্রিয় অনলাইন ক্লাসিফাইড ওয়েবসাইট নয় একইসাথে এটা দেশের সবচেয়ে নিরাপদ ক্লাসিফাইড ওয়েবসাইট। আমাদের গ্রাহকদের জন্য এখানেই ডট কম বিনামূল্যে ব্রাউজ করার সুযোগ করে দেয়া খুবই কার্যকরী উদ্যোগ। সংবাদ বিজ্ঞপ্তি।