বিকাশ ও অগ্রণী ব্যাংকের মধ্যে ডিজিটাল লেনদেনের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করলেন অর্থমন্ত্রী
আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) অগ্রণী ব্যাংক ও বিকাশের মধ্যে ডিজিটাল লেনদেনের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ।
অগ্রণী ব্যাংকের গ্রাহকদের বিকাশের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম চালু করায় বিকাশ এবং ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান মন্ত্রী
অর্থমন্ত্রী বলেন, সরকারি-বেসরকারি ব্যাংকগুলোকে কমন প্ল্যাটফর্মে আনতে পারলেই আমরা স্বার্থক হবো। ফলে ডিজিটালি লেনদেন, ফিন্যান্সিয়াল ইনক্লুশান সহজ এবং পরিপূর্ণ হবে।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল বলেন, ব্যাংকিং খাতের ডিজিটালাইজেশন খুবই গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে নিরাপত্তা বিধান করাও জরুরি। এক্ষেত্রে ব্যাংকিং খাতে আরও দক্ষ ও কারিগরি দক্ষতাসম্পন্ন জনবলও প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
বিকাশের কমিউনিকেশন বিভাগের প্রধান শামসুদ্দিন হায়দার ডালিমের সঞ্চালনায় অনলাইন অনুষ্ঠানে আরও সংযুক্ত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম, অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান ড. জায়েদ বখত, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ শামস-উল ইসলাম, বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদির, চিফ কমার্শিয়াল অফিসার মিজানুর রশীদ প্রমুখ।