শিরোনাম

South east bank ad

৩১ কোটি টাকা লেনদেন করে শীর্ষে বেক্সিমকো

 প্রকাশ: ২৮ মার্চ ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   শেয়ার বাজার

৩১ কোটি টাকা লেনদেন করে শীর্ষে বেক্সিমকো

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো)। এদিন কোম্পানিটি মোট ৩১ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। এ দিন কোম্পানিটি ৪৩ লাখ ৫৯ হাজার ২৪০টি শেয়ার হাতবদল করেছে। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৭৩ টাকা ৩০ পয়সা।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিকো ফার্মাসিটিক্যালস লিমিটেড। কোম্পানিটির ১৬ লাখ ৪৩ হাজার ১০২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩০ কোটি ৭৮ লাখ টাকা। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৮৮ টাকা ২০ পয়সা।

প্রিমিয়ার ব্যাংক লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির এক কোটি ৩৮ লাখ ২৯ হাজার ৮৭৬টি শেয়ার লেনদেন হয়েছে, যার আর্থিক মূল্য ১৯ কোটি ১৬ লাখ টাকা। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৩ টাকা ৯০ পয়সা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড, রহিমা ফুডস লিমিটেড, লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড, এনআরকি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড, স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড, জিবিবি পাওয়ার লিমিটেড, সেন্ট্রাল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড এবং বাংলাদেশ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড।

BBS cable ad