ভালুকায় ব্রাজিল ও আর্জেন্টিনা প্রীতি ফুটবল ম্যাচ

বিডিএফএন টোয়েন্টিফোর.কম
ভালুকা সরকারি কলেজ সুবর্ণজয়ন্তী উপলক্ষে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে ভালুকা সরকারি কলেজ মাঠে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
খেলায় আর্জিন্টিনা সমর্থক দলের অধিনায়ক ছিলেন ভালুকা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ এবং টিম ম্যানেজার ছিলেন উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক তসলিম খাঁন ও ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন। ব্রাজিল সমর্থক দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন ও টিম ম্যানেজার ভালুকা উপজেলা ছাত্রলীগের সভাপতি ইফতেখার আহাম্মেদ সুজন।
ব্রাজিল এক ও আর্জেন্টিনা এক গোলে খেলাটি ড্র হয়। এতে রেফারির দায়িত্বে ছিলেন ভালুকা পৌর যুবলীগের সভাপতি আলমগীর হোসেন সোহেল।
উক্ত খেলা শেষে উভয় দলের খেলোয়ারদের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে পুরস্কার বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য কাজিম উদ্দিন ধনু। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক হাজী রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সদস্য এম.এ. ওয়াহেদ প্রমুখ।