বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসের কারাতে প্রতিযোগিতার ভেন্যু ছিল বান্দরবান জেলা পরিষদের কমিউনিটি হল

বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস ২০২০ এর কারাতে প্রতিযোগিতার ভেন্যু ছিল বান্দরবান জেলা পরিষদের কমিউনিটি হলে। বাংলাদেশ কারাতে ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবানের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ইয়াছমিন পারভীন তিবরীজি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে শুভ উদ্বোধন ঘোষণা করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। বিশেষ অতিথি হিসেবে বান্দরবান সেনা রিজিয়নের রিজিয়ন কমান্ডার মোঃ জিয়াউল হাসান, জেলা পুলিশের পুলিশ সুপার জেরিন আখতারসহ রাজনৈতিক ও ক্রীড়াঙ্গনের অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক জনাব ক্য শৈ হ্লা এর সার্বিক তত্বাবধানে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বান্দরবানের সন্তান নু মে মার্মা কারাতে ইভেন্টে এককভাবে গোল্ড মেডেল অর্জন করেন। দলীয় কারাতে ইভেন্টে বাংলাদেশ সেনাবাহিনী গোল্ড মেডেল অর্জন করেন। বিজয়ী ও অংশগ্রহণকারী সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা জ্ঞাপন করছি।