স্বাধীনতা দিবস ভলিবলে চ্যাম্পিয়ন বিউবো

বঙ্গবন্ধু মহান স্বাধীনতা দিবস ভলিবল প্রতিযোগিতা-২০২১-এর ফাইনালে তিতাস ক্লাবকে ৩-১ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)। বাংলাদেশ ভলিবল ফেডারেশনের আয়োজনে সম্প্রতি রাজধানীর মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এ খেলার ফাইনাল অনুষ্ঠিত হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিউবোর সদস্য অর্থ ও প্রশাসন (অতিরিক্ত দায়িত্ব) শেখ আকতার হোসেন ও সদস্য পিঅ্যান্ডডি আশুতোষ রায়সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।