শিরোনাম

South east bank ad

র‌্যাব সেবা সপ্তাহ উপলক্ষে র‌্যাব-৪ এর আওতাধীন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন

 প্রকাশ: ০৪ জানুয়ারী ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   র‍্যাব

র‌্যাব সেবা সপ্তাহ উপলক্ষে র‌্যাব-৪ এর আওতাধীন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন


র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সমাজের বিভিন্ন অপরাধের রহস্য উদঘাটন, অপহৃত ভিকটিম উদ্ধার ও অপহরণকারীদের গ্রেফতার, আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ সমাজের বিভিন্ন স্তরের সুবিধা বঞ্চিত, দুঃস্থ  মানুষের ভাগ্য উন্নয়ন এবং সামাজিক পরিবেশের ভারসাম্য রক্ষা করে যাচ্ছে। পরিবেশ সংরক্ষণে সবুজায়ন প্রক্রিয়ার কোনো বিকল্প নেই। র‌্যাব ফোর্সেস তাই দেশের আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি পরিবেশ রক্ষায় বদ্ধপরিকর। সে কারণে ত্রাণ বিতরণসহ অন্যান্য সামাজিক কার্যক্রমের পাশাপাশি দেশের সবুজায়ন প্রক্রিয়াকে এগিয়ে নিতে এগিয়ে আসে এলিট ফোর্স র‌্যাব।

জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে চলমান সপ্তাহব্যাপী “র‌্যাব সেবা সপ্তাহ” পালনের অংশ হিসেবে অদ্য ০৪ জানুয়ারি ২০২১ইং তারিখ সকাল ১১.৩০ ঘটিকায় র‌্যাব-৪ আওতাধীন এলাকার সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের পাশে অবস্থিত “কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধখামার” এ র‌্যাব-৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি জনাব মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম মহোদয় ২০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ কর্মসূচী উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন র‌্যাব-৪ এর উপ-অধিনায়ক মেজর মোঃ কামরুল হোসেন, মেজর আদনান তফাদার এবং কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধখামার এর পরিচালক জনাব ডাঃ মোহাম্মদ আলি, উপপরিচালক জনাব শহিদুল ইসলাম, ভেটেনারি অফিসার জনাব ডাঃ মোঃ আব্দুল  মোত্তালেব এবং ফার্ম সুপারিন্টেন্ডেন্ট জনাব সাইফুল ইসলাম প্রমুখ।  বৃক্ষরোপন পরবর্তী পরিচর্যার জন্য র‌্যাব-৪ এর পাশাপাশি "কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধখামার" এর সদস্যরা যৌথভাবে কাজ করবে। এ সময় জাতির জনকের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। উক্ত বৃক্ষরোপন কার্যক্রমে সকল পদবীর র‌্যাব সদস্যদের স্বতস্ফূর্ত অংশগ্রহনের মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করা হয়েছে।

অদূর ভবিষ্যতে এরুপ জনকল্যাণমূলক কর্মসূচী বাস্তবায়নের লক্ষে র‌্যাব-৪ এর অগ্রণী ভুমিকা অব্যাহত থাকবে।
BBS cable ad

র‍্যাব এর আরও খবর: