শিরোনাম

South east bank ad

‘র‌্যাব সেবা সপ্তাহ’ উপলক্ষে র‌্যাব-৪ কর্তৃক এতিম শিশুর মাঝে দুপুরের খাবার বিতরণ

 প্রকাশ: ০৩ জানুয়ারী ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   র‍্যাব

র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সমাজের বিভিন্ন অপরাধের রহস্য উদঘাটন, অপহৃত ভিকটিম উদ্ধার, অপহরণকারীদের গ্রেফতার ও আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ সমাজের বিভিন্ন স্তরের সুবিধা বঞ্চিত, দুঃস্থ মানুষের ভাগ্য উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান, প্রাকৃতিক দূর্যোগসহ যেকোন পরিস্থিতে র‌্যাব-৪ সাধারণ মানুষের দুঃখ-কষ্ট লাঘবে কাজ করে আসছে।

এরই ধারাবাহিকতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উদযাপনকে ঘিরে র‌্যাব কর্তৃক আয়োজিত চলমান ‘র‌্যাব সেবা সপ্তাহ’ উপলক্ষে ০২ জানুয়ারি ২০২১ ইং তারিখে দুপুরে র‌্যাব-৪ এর অধিনায়ক, অতিরিক্ত ডিআইজি, জনাব মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম, রাজধানীর দারুস সালাম থানাধীন ফুরফুরা মাদ্রাসা ও আল-জামিয়াতুস সিদ্দিকীয়া দারুল উলূম এতিমখানায় ৬২০ জন এতিম শিশুর মাঝে দুপুরের খাবার বিতরণ করেন। এসময় অত্র ব্যাটালিয়নের অধিনায়ক মহোদয়ের উপস্থিতিতে জাতির পিতা বঙ্গবন্ধু ও তার শহীদ পরিবারের রুহের মাগফিরাত কামনা করা হয়।

অদূর ভবিষ্যতে এরুপ জনসেবামূলক কর্মসূচী বাস্তবায়নের লক্ষে র‌্যাব-৪ এর অগ্রণী ভুমিকা অব্যাহত থাকবে।

BBS cable ad

র‍্যাব এর আরও খবর: