৪০০ গ্রাম হিরোইনসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৪
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের পাশাপাশি মাদক দ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য র্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে।
এরই ধারাবাহিকতায় ২৩ ডিসেম্বর ২০২০ ইং তারিখ ১৬.৩৫ ঘটিকার সময় র্যাব-৪ এর একটি আভিযানিক দল রাজধানীর দারুস সালাম থানাধীন এশিয়া হলের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৪০০ গ্রাম হিরোইনসহ মাদক ব্যবসায়ী মোঃ আবু বাক্কার (৩৮), জেলা-চাঁপাইনবাবগঞ্জ’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামী দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য হিরোইন সংগ্রহ করে রাজধানীর দারুস সালামসহ বিভিন্ন এলাকায় মাদক বিক্রেতাদের নিকট খুচরা ও পাইকারী বিক্রয় করে আসছিলো।
উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

