শিরোনাম

South east bank ad

০৫টি পৃথক ফার্মেসিকে ৫ লক্ষ ২৫ হাজার টাকা অর্থদন্ড করেছে র‌্যাব এর ভ্রাম্যমান আদালত

 প্রকাশ: ২৫ অগাস্ট ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   র‍্যাব

যাত্রাবাড়ীর দনিয়ায় ০৫টি পৃথক ফার্মেসিকে অনুমোদনহীন ও আমদানি নিষিদ্ধ ঔষধ বিক্রয়ের অভিযোগে ৫ লক্ষ ২৫ হাজার টাকা অর্থদন্ড করেছে র‌্যাব এর ভ্রাম্যমান আদালত। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, (র‌্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড তথা অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী গ্রেফতার এবং জঙ্গীবাদের মতো ঘৃণ্যতম অপরাধের রহস্য উদঘাটনসহ অনুমোদনহীন ও নকল আমদানি নিষিদ্ধ ঔষধ বিক্রয়ের অভিযোগে বিভিন্ন ঔষধ কোম্পানীতে মোবাইল কোর্ট পরিচালনা করা অব্যাহত আছে। WhatsApp Image 2020-08-25 at 11.19.47 PM (1) WhatsApp Image 2020-08-25 at 11.19.47 PM WhatsApp Image 2020-08-25 at 11.19.48 PM এরই ধারাবাহিকতায় যাত্রাবাড়ী/কদমতলী থানাধীন দক্ষিণ দনিয়া এলাকায় ঔষধ প্রশাসন এর অনুমোদন ব্যতীত ও আমদানি নিষিদ্ধ বিভিন্ন প্রকার ঔষধ মজুদ ও বিক্রয়ের অপরাধে র‌্যাব-৪ এর একটি চৌকস আভিযানিক দল সিনিয়র সহকারী পুলিশ সুপার উনু মং এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমান এর নেতৃত্বে ২৫ অগাস্ট,২০২০ তারিখ দুপুর ১২.০০ ঘটিকা হতে ১৭.০০ ঘটিকা পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করে- ১। রাফসান ড্রাগ হাউজ-১, এর ম্যানেজার মোঃ রবিউল ইসলাম(২২)কে ১,২৫,০০০/-টাকা ২। মদিনা ড্রাগ হাউজ এর মালিক হাজী আব্বাস উদ্দিন(৫২)কে ৭৫,০০০/-টাকা ৩। নূর মেডিকেল হল এর মালিক মোঃ ইসমাইল(৫৫)কে ২৫,০০০/-টাকা ৪। সৈয়দ ফার্মেসী এর মালিক মোঃ এনামুল(৪৬)কে ২,৫০,০০০/-টাকা ৫। লাকী ফার্মেসী এর মালিক জ্যোতীশ চন্দ্র অধিকারী(৫৬)কে ৫০,০০০/-টাকাসহ সর্বমোট ৫,২৫,০০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এছাড়াও উক্ত সকল ফার্মেসি হতে বিভিন্ন প্রকার বিক্রয় নিষিদ্ধ অবৈধ ঔষধ জব্দ করা হয় এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়। জব্দকৃত মালামালের সর্বমোট আনুমানিক মূল্য ৩ লক্ষ টাকা। ভবিষ্যতে জনস্বাস্থ্যের সুরক্ষার্থে র‌্যাবের এ ধরনের অনুমোদনহীন নকল ঔষধ প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে।
BBS cable ad

র‍্যাব এর আরও খবর: