টাঙ্গাইলে পর্নোগ্রাফি মামলার আসামী আটক করেছে র্যাব-১২
টাঙ্গাইলের বাসাইল উপজেলার হাবলা ইউনিয়নের টেংগুরিয়াপাড়া গ্রামে (শনিবার ১৩ জুন) অভিযান চালিয়ে মোঃ রাসেল মিয়া (২৮) নামের এক পর্নোগ্রাফি মামলার আসামীকে আটক করেছে টাঙ্গাইল র্যাব-১২ এর সদস্যরা । আটককৃত রাসেল মিয়া টেংগুরিয়াপাড়া গ্রামের মো. আবুল কাশেমের ছেলে।
জানা গেছে, টাঙ্গাইল র্যাব-১২ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বাসাইল উপজেলার হাবলা ইউনিয়নের টেংগুরিয়াপাড়া গ্রামে অভিঅযান চালিয়ে রাসেল মিয়াকে আটক করে। পরে তাকে বাসাইল থানা পুলিশের কাছে সোর্পাদ করেন।
টাঙ্গাইল র্যাব-১২ ও সিপিসি-৩ কোম্পানী কমান্ডার মেজর আবু নাঈম মোহাম্মদ তালাত জানান, সহকারী পুলিশ সুপার মো. এরশাদুর রহমানের নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে চাঞ্চল্যকর পর্নোগ্রাফি মামলার আসামী মোঃ রাসেল মিয়াকে আটক করে। এসময় তার নিকট থেকে দুটি মোবাইল ফোন, একটি সিম কার্ড, তিনটি পেনড্রাইভ এবং একটি ওটিজি কেবল জব্দ করা হয় ।
রাসেলের বিরুদ্ধে ২০১২ সালের পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইন ৮(১)(২) ধারায় মামলা রয়েছে বলেও জানান তিনি ।