শিরোনাম

South east bank ad

দুই অভিযানে ট্রাক ও পিকআপ ভর্তি ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৪

 প্রকাশ: ০২ মে ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   র‍্যাব

পৃথক দু’টি অভিযানে র‌্যাব-৪ এর চৌকশ আভিযানিক দল গতকাল ১ মে ট্রাক ও পিকআপ ভর্তি ফেনসিডিলসহ ৩ ব্যবসায়ীকে আটক করেছে। গতকাল সকালে ঢাকা জেলার সাভার মডেল থানাধীন সি এন্ড বি বাসস্টান্ড এলাকায় অভিযান পরিচালনা করে ৭৪৩ বোতল ফেন্সিডিলভর্তি ট্রাকসহ মাদক ব্যবসায়ী মোঃ রুমান (৩০) ও মোঃ শরিফুল ইসলাম (২৪)কে আটক করে। উভয়ের বাড়ী বগুড়া জেলায়। দুপুর ১টার দিকে অপর একটি অভিযানে রাজধানীর দারুসসালাম থানাধীন গাবতলী এলাকা হতে ৩৬৩ বোতল ফেন্সিডিলভর্তি পিকআপ ভ্যানসহ মাদক ব্যবসায়ী মোঃ হেফজুর রহমান পিংকনকে গ্রেফতার করা হয়। r5 প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীরা দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা সমূহ হতে গোপনে ফেন্সিডিল সগ্রহ করে পিকআপ ভ্যান ও ট্রাকে বিশেষ কায়দায় লুকিয়ে ঢাকা জেলার সাভার, আশুলিয়া, কেরানীগঞ্জ ও পুরাতন ঢাকাসহ বিভিন্ন এলাকায় মাদক ডিলারদের নিকট বিক্রয় করে থাকে। r6 r3 r2 r1
BBS cable ad

র‍্যাব এর আরও খবর: