শিরোনাম

South east bank ad

টিকটকের আড়ালে মাদক ব্যবসা, তরুণ-তরুণী আটক

 প্রকাশ: ২৮ অক্টোবর ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   র‍্যাব

টিকটকের আড়ালে মাদক ব্যবসা, তরুণ-তরুণী আটক

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

যশোরে টিকটকের আড়ালে মাদক ব্যবসার অভিযোগে তরুণ-তরুণীকে আটক করেছে র‍্যাব।

শুক্রবার তাদেরকে কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়। এর আগে, বৃহস্পতিবার রাতে যশোর শহরের মণিহার বাসস্ট্যান্ড এলাকা থেকে দুই হাজার ৫০০ পিস ইয়াবাসহ তাদের আটকর করা হয়। আটককৃতরা হলেন- যশোরের ঝুমঝুমপুর এলাকার নুর ইসলামের ছেলে শরিফুল ইসলাম টগর ও বেজপাড়া এলাকার মুকুল হোসেনের মেয়ে মিম আক্তার।

র‍্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার এম নাজিউর রহমান জানান, যশোরের একটি সংঘবদ্ধ চক্র টিকটক ভিডিও বানানোর আড়ালে কক্সবাজার থেকে মাদক চোরাচালান করে থাকে। ঐ চক্রের কিছু সদস্য কক্সবাজার থেকে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে বাসযোগে যশোরে আসছে- এমন খবরের ভিত্তিতে মণিহার বাসস্ট্যান্ডে অভিযান চালায় র‍্যাব। এরপর রাত ৮টার দিকে কক্সবাজার থেকে আসা একটি বাসে তল্লাশি চালিয়ে শরিফুল ইসলাম টগর ও মিম আক্তারকে আটক করা হয়।

তিনি আরো জানান, র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ঐ চক্রের প্রধান সোহেল আহমেদ কয়েকজন সহযোগী নিয়ে বাস থেকে নেমে পালিয়ে যান। পরে র‍্যাব শরিফুল ইসলাম ও মিমের ব্যাগ তল্লাশি করে দুই হাজার ৫০০ পিস ইয়াবা ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করে। মাদক আইনে মামলা দিয়ে তাদের থানায় সোপর্দ করা হয়েছে।

BBS cable ad

র‍্যাব এর আরও খবর: