শিরোনাম

South east bank ad

নাটোরে অপহরণের ৫ মাস পর কিশোরী উদ্ধার, তরুণ গ্রেফতার

 প্রকাশ: ২৭ অক্টোবর ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   র‍্যাব

নাটোরে অপহরণের ৫ মাস পর কিশোরী উদ্ধার, তরুণ গ্রেফতার

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

নাটোরের সিংড়া থানা এলাকায় অভিযান চালিয়ে অপহরণের প্রায় পাঁচ মাস পর এক কিশোরীকে উদ্ধার করেছে র‍্যাব-৫। এসময় অপহরণে অভিযুক্ত জাহিদ (২৩) নামে এক তরুণকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২৬ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে ওই কিশোরীকে উদ্ধার করে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। গ্রেফতার জাহিদ সিংড়া উপজেলার সূর্যপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে।

নাটোর র‍্যাব অফিসের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আসামি জাহিদ ওই কিশোরীকে বিভিন্ন সময়ে উত্ত্যক্ত করতো। এরই ধারাবাহিকতায় গত ২৮ মে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কিশোরীকে তার নানার বাড়ি এলাকা থেকে অপহরণ করে।

এর আগে, এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে অপহরণ মামলা হলে পুলিশ জাহিদের বাবা শহিদুল ইসলামকে গ্রেফতার করে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

BBS cable ad

র‍্যাব এর আরও খবর: