ট্রাকে ব্রাহ্মণবাড়িয়া থেকে রাজশাহীতে নেয়া হচ্ছিল গাঁজা

বিডিএফএন টোয়েন্টিফোর.কম
রাজশাহীর মতিহার থানার বামনশিকড় এলাকার ফয়সালের কাঠমিল পাশে সামনে থেকে ৫৬ কেজি গাঁজাসহ একটি ট্রাক জব্দ করেছে র্যাব-৫।
গতকাল শুক্রবার (২১ অক্টোবর) দিনগত রাত সোয়া ১১টার দিকে র্যাব-৫ এর মোল্লাপাড়া ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদ পেয়ে এ অভিযান চালিয়ে গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করে।
আটককৃতরা হলেন- চট্টগ্রামের চৌদ্দগ্রাম থানার আব্দুল্লাহপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে মেহেদী হাসান সুমন (৪০), ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার নোয়াপাড়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মো. রবিউল্লাহ (৩৪), চট্টগ্রামের জোরারগঞ্জ থানার কয়লাবাজার এলাকার মো. আবুল হাশেমের ছেলে মো. বেলাল হোসেন (২৬) ও নওগাঁর পত্নীতলা এলাকার পশ্চিম যদুবাটি গ্রামের মো. ইব্রাহিমের ছেলে মো. জাকির হোসেন (৩২)।
শনিবার (২২ অক্টোবর) রাতে র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়- চট্টগ্রাম থেকে বিপুল পরিমাণ গাঁজাসহ একটি ট্রাক রাজশাহীর দিকে আসছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল নগরীর মতিহার থানাধীন বামনশিকড় এলাকার ফয়সালের স’মিলের সামনে চেকপোস্ট বসানো হয়। গতকাল শুক্রবার রাত সোয়া ১১টায় একটি হলুদ নীল রংয়ের সিঙ্গেল কেবিন ট্রাক আসলে থামানোর জন্য সংকেত দেওয়া মাত্রই তারা র্যাবের উপস্থিতি টের পেয়ে ট্রাক থামিয়ে পালানোর চেষ্টা করে। কৌশলে একজন পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ৪ ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তাদের থেকে ৫৬ কেজি গাঁজা, ৭টি মোবাইল, ২৩৬ বস্তা পোল্ট্রি ফিড ও গাঁজা বহনকারী একটি ট্রাক জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদে জানান, তারা জব্দকৃত মাদকদ্রব্য (গাঁজা) ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে অবৈধভাবে সংগ্রহ করে ট্রাকের পেছনের বডিতে পোল্টি ফিডের বস্তার আড়ালে বিশেষ কায়দায় লুকিয়ে রাজশাহী আসছিল বিক্রির উদ্দেশ্যে। এরআগে বেশ কয়েকবার তারা গোপনে পোল্ট্রি ফিডের আড়ালে গাঁজা বহন করে রাজশাহীসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করেছে।
র্যাব-৫ এর কোম্পানি কোমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট মারুফ হোসেন খান বলেন, তাদের বিরুদ্ধে মাদক আইনে মতিহার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে দুপুরের দিকে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।