ঘরছাড়া আরও ১৭ জনের পরিচয় জানাল র্যাব

বিডিএফএন টোয়েন্টিফোর.কম
জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়ে নতুন জঙ্গি সংগঠন জামা’আতুল আনসার ফিল হিন্দাল শারক্কিয়ায় যোগ দিতে ঘরছাড়া আরও ১৭ জনের পরিচয় পাওয়া গেছে। এর আগে সংগঠনটিতে যোগ দিতে ৫৫ জনের ঘর ছাড়ার তথ্য দিলেও ৩৮ জনের পরিচয় প্রকাশ করেছিল র্যাব। গত শুক্রবার অন্য ১৭ জনের পরিচয় জানিয়েছে সংস্থাটি।
২০১৬ সালে রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে নৃশংস জঙ্গি হামলার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানতে পারে, হামলায় জড়িতরা আগেই ঘর ছেড়েছিলেন। পরে খোঁজ নিয়ে দেখা যায়, দেশের কয়েকশ তরুণ কথিত হিজরতের নামে ঘর ছেড়েছেন। এর মধ্যে অনেকে জঙ্গি দমনে যুক্ত সংস্থাগুলোর অভিযানে গ্রেপ্তার হয়েছেন, কয়েকজনের নিহতের খবরও মিলেছে। সম্প্রতি ফের দেশের বিভিন্ন এলাকা থেকে জঙ্গিবাদে যুক্ত হয়ে ঘর ছাড়ার তথ্য মেলে। স্বজনরা থানায় সাধারণ ডায়েরিও করেছেন।
জঙ্গিবাদে উদ্বুদ্ধ হওয়া ১৭ জন হলেন নারায়ণগঞ্জ সদরের আকতার সরদার, রিয়াসাদ রাইয়ান, আল আমিন, মদনগঞ্জের জহিরুল ইসলাম, পটুয়াখালীর দশমিনার হোসাইন আহমাদ, আবু হুরাইরা, পটুয়াখালীর মির্জাগঞ্জের নুর মোহাম্মদ, টাঙ্গাইলের ধনবাড়ীর তানজিল রহমান, নেত্রকোনার কলমাকান্দার আল মামুন, নোয়াখালীর সোনাইমুড়ীর নিজাম উদ্দিন, কুমিল্লা দক্ষিণ উপজেলার আব্দুর রাজ্জাক, বরগুনার বেতাগীর সোহেল মোল্লা, ঢাকার কামরাঙ্গীরচরের মো. রায়হান, সিলেট এয়ারপোর্ট থানা এলাকার তাওয়াবুর রহমান, সুনামগঞ্জের দিরাইয়ের মো. লোকমান, ফরিদপুর বোয়ালমারীর মো. জাকারিয়া এবং ঢাকার যাত্রাবাড়ীর রিয়াজ শেখ।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানিয়েছেন, ‘জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়ে তারা দেড় মাস থেকে দুই বছরের মধ্যে নিরুদ্দেশ হয়। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’