মাদারীপুরে হেরোইন ও ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করছে র্যাব-৮

এস এম আরাফাত হাসান (মাদারীপুর):
মাদারীপুর ক্যাম্প কর্তৃক মাদারীপুর শিবচর হতে হেরোইন ও ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
র্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মাদারীপুর জেলার শিবচর থানাধীন গুয়াতলা গ্রামস্থ সিরাজুল খান, পিতাঃ মৃত আবদুর রাজ্জাক খান এর বসত বাড়ীর ভিতর কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের জন্য অবস্থান করিতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জমির উদ্দীন আহমেদ এর নেতৃত্বে ১৮ এপ্রিল ২০২১ইং তারিখ ১৫.৪৫ ঘটিকার সময় মাদারীপুর জেলার শিবচর থানাধীন গুয়াতলা গ্রামস্থ সিরাজুল খান, পিতাঃ মৃত আবদুর রাজ্জাক খান এর বসত বাড়ীর ভিতর অভিযান পরিচালনা করে একজন মাদক ব্যবসায়ী শ্যামল চন্দ্র মন্ডল(২৮), পিতাঃ মৃত কালাচান মন্ডল সাং-গুয়াতলা, থানাঃ শিবচর, জেলাঃ মাদারীপুরকে মাদকদ্রব্য হেরোইন ও ইয়াবাসহ হাতে নাতে গ্রেফতার করে। এসময় গ্রেফতারকৃত আসামীর নিকট হতে ০১ গ্রাম হেরোইন, ৩৫ পিস ইয়াবা, মোবাইল-০২টি, সীমকার্ড-০১টি এবং মাদক বিক্রিত নগদ ৭৭০/- টাকা উদ্ধার করা হয়। আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ মাদারীপুর জেলার শিবচর থানার বিভিন্ন এলাকায় হেরোইন ও ইয়াবাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। ধৃত আসামীকে উদ্ধারকৃত হেরোইন, ইয়াবা ও উদ্ধারকৃত অন্যান্য মালামালসহ মাদারীপুর জেলার শিবচর থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে মাদারীপুর জেলার শিবচর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।
র্যাব-৮,ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক ,অতিরিক্ত পুলিশ সুপার জমির উদ্দীন আহমেদ জানান, আসামীকে উদ্ধারকৃত হেরোইন, ইয়াবা ও উদ্ধারকৃত অন্যান্য মালামালসহ মাদারীপুর জেলার শিবচর থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে মাদারীপুর জেলার শিবচর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। র্যাব-৮ এর এধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।